ঢাকা: সিরিয়ায় এপ্রিল পর্যন্ত সংঘর্ষে কমপক্ষে ৯৩ হাজার লোক নিহত হয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে।
বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়া বিষয়ক এই পরিসংখ্যান প্রকাশ করে।
২০১২ সালের নভেম্বরে সর্বশেষ সিরিয়ায় হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছিল সংস্থাটি। এবার সেই পরিসংখ্যান থেকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে উল্লেখ করে, পরিস্থিতি এতটাই জটিল যে জুলাই মাস থেকে সিরিয়ায় প্রতিমাসে কমপক্ষে ৫ হাজারের বেশি লোক নিহত হচ্ছে। তবে এর মধ্যে অনেক নিহতের সংবাদ আসেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিহতের মধ্যে আশিভাগের বেশিই পুরুষ। আর ১ হাজার সাতশ জন রয়েছে শিশু যাদের বয়স দশ বছরের নিচে।
মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই জানান, শিশুদের নির্যাতন ও হত্যার প্রমান রয়েছে। সেই সঙ্গে শিশুদের পরিবারকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে।
সিরিয়ার সরকারি ও বিদ্রোহী উভয়েই শিশুদের আত্মঘাতী বোমা হামলা ও মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর