ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হেলমান্দে নিহত ৬ আফগান পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, জুন ১৩, ২০১৩
হেলমান্দে নিহত ৬ আফগান পুলিশ

ঢাকা: দক্ষিণ হেলমান্দ প্রদেশের একটি জেলার চেকপয়েন্টের ভেতর অভ্যন্তরীণ আক্রমণে ছয়জন পুলিশকে হত্যা করা হয়েছে।

প্রদেশ কর্তৃপক্ষ বিবিসেকে জানায়, একজন পুলিশ ঐ ছয়জনকে হত্যা করে গাড়ী ও অস্ত্র নিয়ে পালিয়ে গেছে।



তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আক্রমণ ঘটনোর জন্য তারাই ঐ পুলিশকে নিয়োগ দিয়েছিলো।

এখন পর্যন্ত অনেক ন্যাটো সৈন্যই এধরনের অভ্যন্তরীণ আক্রমণে নিহত হয়েছে।

এসপ্তাহের শুরুর দিকেই হেলমান্দ প্রদেশের গেরেস্ক শহরে এক পুলিশ উন্মুক্ত গুলিবর্ষণ করে হত্যা করে তার সাত সহকর্মীকে ।

প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জোয়াক বিবিসিকে জানান, এর আগে সর্বশেষ আক্রমণটি ঘটে হেলমান্দের সাঙ্গিন শহরে।

কর্তৃপক্ষ জানায় ঐপুলিশকে তালিবানরাই নিয়োগ দিয়েছিলো কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ আরো জানায় নিহতদের মধ্যে চারজন স্থানীয় প্রতিরক্ষা ও মিলিশিয়া বাহিনীর সদস্য। বাকি দু’জন জাতীয় পুলিশ বাহিনীর সদস্য।

২০১৪ সালে ন্যাটো যুদ্ধবাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করা নেয়া হবে। আফগানিস্তানের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব বর্তাবে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর উপর।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।