ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে বাস উল্টে ১২ উমরা পালনকারীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, জুন ১৩, ২০১৩
সৌদিতে বাস উল্টে ১২ উমরা পালনকারীর মৃত্যু

মক্কা: সৌদি আরবের মক্কা-মদীনা মহাসড়কে বাস উল্টে উমরাহ পালনকারী ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



হতাহতদের বেশির ভাগই সিরিয়ার নাগরিক বলে জানা গেছে।

সৌদি রেডক্রসের মুখপাত্র আব্দুল্লাহ আল গামদী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটাকবলিত একালায় জরুরি ভিত্তিতে ২৩ সদস্যের একটি উদ্ধারকারী দল ও দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের মক্কা এবং জেদ্দার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, ৫০ জনের বেশি উমরাযাত্রী নিয়ে মক্কা থেকে মদীনায় যাওয়ার পথে বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
    
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।