ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রানীর ছবি বিকৃতির শাস্তি ৫০০০ পাউণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুন ১৪, ২০১৩
রানীর ছবি বিকৃতির শাস্তি ৫০০০ পাউণ্ড!

ঢাকা: লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে (ধর্মাশ্রম) রানী এলিজাবেথের একটি তৈলচিত্র বিকৃত করার অপরাধে এক ইলেক্ট্রিশিয়ানকে অভিযুক্ত করা হয়েছে।

দক্ষিণ ইয়র্কশায়ারের ডোনক্যাস্টারের অধিবাসী টিম হ্যারিস (৪১) নামের এক ব্যক্তিকে এ অপরাধের জন্য ৫০০০ পাউন্ডেরও বেশি জরিমানা করা হয়েছে।



রালফ হেইম্যান্সের আঁকা রানীর ঐ তৈলচিত্রটি মে মাসে গির্জাটির ‘চ্যাপ্টার হাউজে’ রাখা হয়।

গত বৃহষ্পতিবার রং করার সময় তৈলচিত্রটি ক্ষতিগ্রস্ত হয়।

রানী এলিজাবেথ ২ এর রাজ্যাভিষেকের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে তৈলচিত্রটি আঁকার কাজ শেষ হয় গত বছর ।

তৈলচিত্রে রানীকে রাষ্ট্রপোশাকেই আঁকা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, হ্যারিসকে লন্ডনের কেন্দ্রীয় ওয়েস্টমিনিস্টারের নিম্ন আদালতে হাজির করা হবে।

এ ঘটনার নয় দিন আগে রাজ্যাভিষেকের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে একটি উদযাপন অনুষ্ঠানে রানী ও রাজপরিবারের অন্যান্য সদস্য অংশগ্রহণের করে।

‘ওয়েস্টমিনিস্টার অ্যাবির রাজ্যাভিষেক মঞ্চ: মহামান্য রাণী এলিজাবেথ ২’ শীর্ষক ক্ষতিগ্রস্ত ঐ তৈলচিত্রটির প্রদর্শন আপাতত বন্ধ রয়েছে।

তৈলচিত্রটি আঁকার জন্য গত মার্চে বাকিংহাম প্রাসাদে রানী শিল্পী রালফ হেইন্সম্যানকে সময় দেন। তৈলচিত্রটি ৯ ফুট বাই ১১ ফুট দৈর্ঘ্যের।

তৈলচিত্রটি লন্ডনে প্রদর্শনের আগে গত সেপ্টেম্বরে ক্যানবেরায় ‘অষ্ট্রেলিয়া ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি’-তে প্রদর্শিত হয়।

বৃহষ্পতিবার মধ্যাহ্নের একটু পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।