ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৫, জুন ১৪, ২০১৩
সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা: সিরিয়ার প্রধান বিদ্রোহী দলকে সামরিক সহায়তা প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির বিরোধী দলের ওপর সে দেশের সরকার কেমিকেল অস্ত্র ব্যবহার করেছে এমন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজের একম ঊর্ধ্বতন কর্মকর্তা।

খবর: আল জাজিরা

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সিরিয়ার বিরোধীদের অধিক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে সরাসরি সামরিক সহায়তাও করা হবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বেন রোডস।

তিনি বলেন, বর্তমানে যা চলছে তা পূর্বের তুলনায় অনেকটা ভিন্ন। তাই আমরা পূর্বে যা সরবরাহ করেছি তার চেয়ে সরাসরি সামরিক সহায়তা প্রদান করবো।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এসএনএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।