ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৩, জুন ১৪, ২০১৩
যুক্তরাষ্ট্রে রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ, নিহত ১

ঢাকা: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গেইসমার এলাকায় একটি রাসায়ানিক প্লান্টে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং কমপক্ষে ৭৩ জন আহত হয়েছেন।



এ বিস্ফোরণের পর কর্তৃপক্ষ সেখানকার তিন কিলোমিটার এলাকার মধ্যে বসবাসরত সাধারণ মানুষকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দিয়েছে। কারণ বিস্ফোরণ স্থান থেকে প্রচুর ধোঁয়া ও আগুনের ফুলকি বের হচ্ছিল।

বিস্ফোরণ স্থানে ঘটনা ঘটার ৫ ঘন্টা পরও আগুন জ্বলছিল। সেখানে পেট্রোকেমিকেল প্রপেলিন থাকায় এ দীর্ঘ সময় আগুন ছিল। তবে কেমিকেল নির্গমনের ভয়াবহ মাত্রা সণাক্তকরণে সরকার কাজ করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ববি জিনদাল।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এসএনএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।