ঢাকা: অবশেষে অবসান ঘটতে চলেছে মিডিয়া সম্রাট রুপার্ট মারডক ও ওয়েনডি ডেনের দাম্পত্য জীবনের। ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদের জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বরাবর আবেদন করেছেন এ মিডিয়া মোঘল।
১৯৯৯ সালে নিউইয়র্কের একটি প্রাইভেট ইয়টে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তাদের সংসারে দু’টি মেয়ে রয়েছে।
চীনা বংশোদ্ভূত ওয়েনডি ডেনের সাথে ৮২ বছর বয়সী রুপার্ট মারডকের প্রথম সাক্ষাত ১৯৯৭ সালে, হংকংয়ের একটি ককটেল পার্টিতে। এর দুই বছর পর দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্সের দুই সপ্তাহের মধ্যেই ওয়েনডি ডেনকে বিয়ে করেন রুপার্ট মারডক। ৪৪ বছর বয়সী ওয়েনডি ডেন রুপার্ট মারডকের থেকে প্রায় ৩৮ বছরের ছোট।
চীনের একটি কারখানা ম্যানেজারের মেয়ে ওয়েনডি ডেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। এরপর কাজ শুরু করেন মারডকের মালিকানাধীন স্টার মিডিয়া করপোরেশনের হংকংভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে। সেখানেই তার সঙ্গে পরিচয় মারডকের। পরিচয়ের দুই বছরের মধ্যেই বিয়ে।
বৃহস্পতিবার মারডকের মুখপাত্র এ বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেও বিস্তারিত তেমন কিছু জানাননি।
বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এসএনএইচ/আরআই