ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে খাদ্য সুরক্ষা বিল আপাতত ‘ঠাণ্ডা ঘরে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, জুন ১৪, ২০১৩

নয়াদিল্লি থেকে: শরীকদের মধ্যে সমঝোতা হয়নি। তাই আপাতত ‘খাদ্য সুরক্ষা’ বিল পাশে অর্ডিন্যান্স জারির পরিকল্পনা থেকে সরে এল কেন্দ্রীয় সরকার।



বৃহস্পতিবার ‘খাদ্য সুরক্ষা’ বিল পাশে কোনও রকম অর্ডিন্যান্স জারি করা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সূত্রের খবর, বৈঠকে অর্ডিন্যান্স জারির বিষয়ে আপত্তি জানান বেশ কয়েকজন মন্ত্রী। তাদের বক্তব্য ছিল, তড়িঘড়ি অর্ডিন্যান্স জারি করে ‘খাদ্য সুরক্ষা’ বিলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করার চেষ্টা হলে লোকসভায়  সমস্যায় পড়তে পারে কেন্দ্রীয় সরকার।

বিরোধীরা দাবি করতে পারে সংসদে আলোচনা এড়াতেই অর্ডিন্যান্স জারি করছে কেন্দ্র। এতে আখেরে বিপাকে পড়বে কেন্দ্রীয় সরকারই। বরং বিশেষ অধিবেশন ডেকে সেখানে বিলটি নিয়ে আলোচনা করে তা পাশ করানোর চেষ্টা করাই শ্রেয়। যদিও বেশ কয়েকজন মন্ত্রী আবার অর্ডিন্যান্স জারি করেই ‘খাদ্য সুরক্ষা’ বিল পাশ করার পক্ষে জোরালো সওয়াল করেন।

তাদের যুক্তি যেহেতু এই বিলটি ‘ইউপিএ-দুই’ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যত দ্রুত সম্ভব এই বিলটি পাশ করানো প্রয়োজন। এর জন্য যে কোনও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হলেও পিছিয়ে আসা উচিত নয়।

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্ডিন্যান্স জারির বিপক্ষে মত দেওয়ায় আপাতত অর্ডিন্যান্স জারির মাধ্যমে ‘খাদ্য সুরক্ষা’ বিল পাশ করানোর পরিকল্পনা বাতিল করা হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, অর্ডিন্যান্স জারির বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ অধিবেশনে বিলটি যেন আলোচনার মাধ্যমে পাশ করানো যায় সে ব্যাপারে বিরোধীদের সঙ্গে কথা বলা হবে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এসপি/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।