কলকাতা: শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের মালদার মানিকচকে মাঝগঙ্গায় যাত্রীবোঝাই নৌকা উল্টে গেলে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৫০ জন।
নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহন করার কারণেই নৌকাটি উল্টে গেছে।
এদিকে, নৌকাডুবির খবর শুনে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
ইতোমধ্যে, তারা বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো ৫০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এসবি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর