ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউপিএ জোটই জিতবে: এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, জুন ১৪, ২০১৩

নয়াদিল্লি: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোটই জয়লাভ করবে এবং সেই জোটে অবশ্যই তারা অংশ নেবেন বলে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

একই সঙ্গে এনসিপি জানিয়েছে, ইউপিএ জোটে আরো কয়েকটি রাজনৈতিক দল অংশ নেবে।

এদিকে, এদিনই দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) প্রধান করুণানিধি জানিয়েছেন, ডিএমকে ইউপিএ জোটে থাকবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে লোকসভার নির্বাচনের আগে।

অপরদিকে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সভাপতি লালুপ্রসাদ যাদব জানিয়েছেন, ২০১৪ সালের লোকসভায় তৃতীয় ফ্রন্টের জয়লাভের সম্ভাবনা কম। কারণ, হিসেবে তিনি প্রধানমন্ত্রীত্বের পদপ্রার্থী একাধিক নেতার প্রতিযোগিতার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।