ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মমতা ফেডারেল মোর্চায় এবার চন্দ্রবাবু

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, জুন ১৪, ২০১৩
মমতা ফেডারেল মোর্চায় এবার চন্দ্রবাবু

নয়াদিল্লি: তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু বামদল ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত ফেডারেল মোর্চায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেছেন, “ফেডারেল মোর্চায় যোগ দেব।

এটা একশোভাগ সত্যি কথা। ”

শুক্রবার চন্দ্রবাবু হায়দরাবাদে বলেন, ‘‘ইউপিএ জনসমর্থন হারিয়েছে। কংগ্রেসও দুর্বল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তেমন একটা সুবিধা করে উঠতে পারছে না। বরং আঞ্চলিক দলগুলোই শক্তিশালী। আগামী লোকসভা ভোটের পরে এই আঞ্চলিক দলগুলিই পরবর্তী সরকার গঠন করতে প্রধান ভূমিকা নেবে। ”

তিনি আরও বলেন, “আঞ্চলিক দলগুলোর ওপর দায়িত্ব এসে পড়েছে কংগ্রেস ও বিজেপি বিরোধী তৃতীয় বিকল্প তৈরি করার। সে কারণেই আমরা ফেডারেল মোর্চার শরিক হব। ”
 
জানা গেছে, অন্ধ্রে তেলুগু দেশম বামপন্থীদের সঙ্গে রয়েছেন। ফলে তার দলে এই নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। কিন্তু চন্দ্রবাবু সেই বিতর্কের অবসান ঘটালেন। তিনি ফেডারেল মোর্চা গঠন নিয়ে কথা বলতে শিগগিরই কলকাতায় যেতে পারেন।

এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ফেডারেল মোর্চা গঠনকে সমর্থন করেছেন।

কংগ্রেসের শাকিল আহমেদ ফেডারেল মোর্চাকে অবাস্তব বলে মন্তব্য করেছেন।
 
তিনি মনে করেন, এর আগে যতগুলি তৃতীয় মোর্চা সরকার হয়েছে, তাতে তেলুগু দেশম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী লোকসভা ভোটের পরে তেলুগু দেশম আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই নিয়ে তেলুগু দেশম দলের মধ্যে ভিন্নমত রয়েছে। দলের এক পলিটব্যুরো সদস্য বলেন, ‘‘আমরা বামসহ তৃতীয় মোর্চার পক্ষে। এখনও ফেডারেল মোর্চা নিয়ে কোনো আলোচনা হয়নি। চন্দ্রবাবু এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। সিপিএম তেলুগু দেশমের থেকে আলাদা হয়ে গিয়েছে। একমাত্র সিপিআই রয়েছে তাদের সঙ্গে। ফেডারেল মোর্চা নিয়ে বামদের মধ্যেই ফাটল দেখা দিচ্ছে। ”

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।