ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২ বাংলাদেশি হত্যা: বিএসএফ‘র ৪ সদস্য বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুন ১৪, ২০১৩
২ বাংলাদেশি হত্যা: বিএসএফ‘র ৪ সদস্য বরখাস্ত

কলকাতা : অবশেষে চার বিএসএফ সদস্যকে বরখাস্ত করা হল। গত মঙ্গলবার রাতে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী চোরাকারবারীদের কাছ থেকে গরু নিতে পুটখালি সীমান্ত পার হয়ে ভারতের অঙ্গরাইলে প্রবেশ করে।



এ সময় বিএসএফ তাদের বাধা দেয়। এ নিয়ে বিএসএফ ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়।
    
বিএসএফ কর্মকর্তা এসপি তিওয়ারি বলেন, চার বরখাস্ত বিএসএফ সদস্য বাংলাদেশের পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের অঙ্গরাইল সীমান্তে দায়িত্বরত ৪০ বিএসএফ ব্যাটালিয়নে ছিলেন।

এই চারজন হলেন- হেড কনস্টেবল ওয়াই এন বাট, সহকারী উপ পরিদর্শক নারায়ণ সিংহ, কনস্টেবল প্রসেনজিত দাস ও মোহাম্মাদ আইয়ুব আলী।

বাংলাদেশ সময় : ১৮৪১ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।