কলকাতা: প্রেম কখনই জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। জীবনকে সব কিছুর থেকে বেশি সম্মান জানান উচিৎ।
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুক্তি প্রতীক্ষিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির এক অনুষ্ঠানে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান শুক্রবার এ কথা বলেন।
৩ জুন মুম্বাইয়ের জুহু অঞ্চলের `সাগর সঙ্গীত` অ্যাপার্টমেন্টে ২৫ বছরের জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেত্রী জিয়া খানের শেষ চিঠিতে তার আত্মহত্যার জন্য সুরজ পাঞ্চালীর সঙ্গে ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ককেই দায়ী করেন। সুরজকে বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
কিংখান শাহরুখ বলেন, “সবার জীবনেই কঠিন সময় আসে। কিন্তু, দুঃসময়ে হাল ছেড়ে দিলে চলবে না। জীবনের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হতে হবে। জীবনে কোনো সমস্যাই চিরস্থায়ী হয় না। কোনো না কোনোভাবে ঠিকই সমাধানের পথ বের হয়ে আসে। সব সময় আশাবাদী থাকতে হবে। ”
পরবর্তী ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’ সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ খান বলেন, “প্রতিটি মানুষের কাছে ভালোবাসার ভিন্ন ভিন্ন সংজ্ঞা থাকে। ”
তিনি বলেন, “আজ পর্যন্ত আমার করা চরিত্রগুলি অন্য কারো লেখা এবং সেই লেখকের চিন্তায় প্রেমের যে সংজ্ঞা এসেছে, সেটাই আমি ফুটিয়ে তুলেছি। ”
তার নিজের মতামত জানতে চাওয়া হলে শাহরুখ বলেন, "আমার মনে হয়, প্রেমের থেকে জীবনকে বেশি সম্মান করা উচিৎ। ”
এ প্রসঙ্গে তিনি তার গুণগ্রাহীদের কিছু বলতে চান কিনা জানতে চাওয়া হলে শাহরুখ খান বলেন, “জীবনে সমস্যা আসবেই। কিন্তু, তাতে আশা হারালে চলবে না। সমস্ত সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। ”
ছবির কাহিনীর সঙ্গে বাস্তব জীবনকে না মেলানোর পরামর্শ দিয়েছেন শাহরুখ।
এ প্রসঙ্গে ‘কিং অব রোমান্স’ উপাধি পাওয়া এই তারকা অভিনেতার ভাষ্য, “অনেক ছবিতেই আমি প্রেমিক চরিত্রে অভিনয় করেছি। ভালোবাসার মানুষকে না পেয়ে আত্মহত্যার বিষয়টি চলচ্চিত্রের কাহিনীতে তুলে ধরা হলেও, সেটা কাহিনীকারের নিতান্তই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। ছবির কাহিনীর সঙ্গে বাস্তব জীবনকে মেলানো উচিত নয়। কখনোই জীবনের চেয়ে ভালোবাসা গুরুত্বপূর্ণ হতে পারে না!”
বাংলাদেশ সময়: ২১৩৬, জুন ১৪, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর