জাপান: জাপানের পরিবহন মন্ত্রণালয় প্রথমবারের মত জাপানের স্থানীয় সড়কে আল্ট্রা-কম্প্যাক্ট বৈদ্যুতিক গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে।
ব্রেক, হর্ণ এবং অন্যান্য সব কিছু পরীক্ষা করার পর দুই আসনের মডেলটি শুক্রবার জাপানের স্থানীয় সড়কে চলাচলের অনুমতি পায়।
দুই মিটার দীর্ঘ গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে। চার ঘণ্টা চার্জে গাড়িটি প্রায় ১০০ কি.মি. দূরত্ব অতিক্রম করতে পারে।
টোকিওর পাশে কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামা`র পৌর কর্মকর্তারা প্রায় দু’বছর সময় ধরে বৈদ্যুতিক গাড়ির নানান পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। এর আগে গাড়িটি মূলত পর্যটকদের ব্যবহারের জন্যে বা চিকিৎসকদের রোগী দেখতে যাওয়ার কাজে ব্যবহার হয়ে আসছিলো।
একটি আইনগত ব্যবস্থা স্থানীয় কর্তৃপক্ষকে বৈদ্যুতিক গাড়িটিকে সাধারণ গাড়ি হিসেবে ব্যবহারের পথ উন্মুক্ত করে দেয়। তবে বৈদ্যুতিক গাড়ি এখনো এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি পায়নি।
কানাগাওয়া সরকার আশা করছেন জুলাইতে বৈদ্যুতিক গাড়ি হাউজিং কমপ্লেক্স গুলো টহলের কাজে ব্যবহৃত হবে এবং পরবর্তী পর্যায়ে বয়স্কদের সহায়তা এবং পর্যটন কাজেও গাড়িটি ব্যবহার করা যাবে।
জাপানের একজন আঞ্চলিক পরিবহন নিরাপত্তা কর্মকর্তা জানান, তিনি আশা করছেন শেষ পর্যন্ত আল্ট্রা-কম্প্যাক্ট গাড়িকে ব্যক্তিগত ব্যবহারের জন্যও অনুমতি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর