ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্নোডেন সংবিধান লঙ্ঘন করেছে: আল গোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জুন ১৫, ২০১৩
স্নোডেন সংবিধান লঙ্ঘন করেছে: আল গোর

ঢাকা: ফোনে আড়ি পাতা এবং ফেসবুক, গুগল, ইয়াহু, মাইক্রোসফটসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও তথ্য প্রযুক্তিভিত্তিক কোম্পানির তথ্য গোপনে সংগ্রহ করার যুক্তরাষ্ট্র সরকারের কর্মসূচির খবর ফাঁস করে এডওয়ার্ড স্নোডেন সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর।
আল গোর তার ডেমোক্রেট সতীর্থদের শুক্রবার বলেন, “আমার দৃষ্টিতে এটি সংবিধানের লঙ্ঘন।

তিনি জানান, আইনের গোপন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় যা আইন বাং সংবিধানের যৌক্তিকতাকে ছাড়িয়ে যায়।

তিনি মন্তব্য করেন, অনেকে তথ্য ফাঁসের ঘটনাকে স্বাগত জানিয়েছেন এবং তারা নিরাপদ থাকতে পার কিন্তু এটি আমেরিকান পদ্ধতি নয়।

৫ জুন টুইটারে মার্কিন গোপন তথ্য সংগ্রহ কর্মসূচিকে ‘ব্লানকিট’ নজরদারি হিসেবে উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানিয়েছেন, সরকারের নজরদারি কর্মসূচির তথ্য ফাঁস করে দেওয়ায় জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র দায়ী ব্যক্তিকে শাস্তি দেবে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান. সরকার ঘটনার তদন্ত চালাচ্ছে। তিনি আত্মবিশ্বাসী যে দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে।

অন্যদিকে যুক্তরাজ্য সরকার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রিজম কর্মসূচির তথ্য ফাঁসকারী স্নোডেনকে দেশে প্রবেশ করতে দেবেনা বলে জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বিশ্বব্যাপী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে, স্নোডেন যেন বিমানে করে যুক্তরাজ্য প্রবেশ করতে না পারে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট এনএসএ-এর প্রিজম কর্মসূচির খবর ফাঁস করে দেয়। দ্য স্নোডেনের অনুরোধে তার পরিচয় প্রকাশ করে গার্ডিয়ান।

পত্রিকাটি জানায়, চিরতরের জন্য যুক্তরাষ্ট্র ছেড়ে হংকংয়ে পাড়ি জমিয়েছেন স্নোডেন। সেখানে একটি হোটেলে রয়েছেন তিনি। এ পর্যন্ত সিআইএ-এর সাবেক এ কর্মীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি বা গ্রেফতার পরোয়ানা জারি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।