ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাইবার প্রতারণার কবলে মুম্বাই পুলিশ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, জুন ১৫, ২০১৩
সাইবার প্রতারণার কবলে মুম্বাই পুলিশ

নয়াদিল্লি: সাইবার প্রতারণার কবলে পড়ল এবার মুম্বাই পুলিশের ১৪ জন সদস্য। বাণিজ্য নগরীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেসরকারি অ্যাক্সিস ব্যাংকের বেতন-সংক্রান্ত ২৫-৩০টি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।



যার মধ্যে ১৪টি অ্যাকাউন্ট মুম্বাই পুলিশের সঙ্গে যুক্ত কর্মীদের নামে অন্তর্ভুক্ত রয়েছে। প্রতারক কেবল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ক্ষান্ত হয়নি। তুলে নিয়েছে প্রতারিত ব্যক্তিদের নামে জমা টাকাও।
    
ভারতীয় মুদ্রায় নয়- টাকার লেনদেন হয়েছে ইউরোর মাধ্যমে। অ্যাক্সিক ব্যাংক ও মুম্বাই পুলিশের যৌথ তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই খবর। এমনকী, সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তি গ্রিসের বাসিন্দা।

মুম্বাই পুলিশ অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট থানাগুলিতে। এপ্রসঙ্গে পুলিশের একাংশের মত, ঠিক কি পরিমাণ টাকা অ্যাক্সিস ব্যাংকের ওই শাখাগুলি থেকে তোলা হয়েছে, তা তদন্তে বার হবে।
    
কিন্তু এটিএম কার্ড কিংবা ডেবিট কার্ডগুলিও জাল করা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত ওই সূত্র। কারণ, এটিএম থেকে টাকা তোলার সময় ইউরোতে যখন তা বদল হচ্ছে, এতেই সন্দেহ আরও গাঢ় হয়েছে তদন্তকারী দলের।

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।