ঢাকা: ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পারমিতা মিত্র। এবার যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।

রোববার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের প্লানেট হলিউড রিসোর্ট ও ক্যাসিনোতে ৫০টি অঙ্গরাজ্য থেকে ৫০ জন ও ডিস্ট্রিক অব কলম্বিয়া থেকে একজন মোট ৫১ মিস থেকে মিস ইউএসএ-২০১৩ বেছে নেওয়া হবে। অনুষ্ঠানটি মার্কিন সম্প্রচার মাধ্যমগুলো সরাসরি প্রচার করবে।
৬২তম মিস ইউএস ২০১৩ সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। বিদায়ী মিস ইউএস-২০১২ ম্যারিল্যান্ডের মেরিওয়েদার উত্তরসূরিকে মুকুট পরিয়ে দেবেন।
২১ বছর বয়সী পারমিতার জন্ম বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের হাটিসবার্গে তার বেড়ে ওঠা। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা পারমিতা।
তার বাবা প্রফেসর অমল মিত্র ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপির এপিডেমিওলোজি ও বায়োস্ট্যাটিসটিক্স বিভাগের অধ্যাপক এবং কমিউনিটি হেলথ সায়েন্সের ফুলব্রাইট স্কলার।

২০১২ সালের নভেম্বরে মিস মিসিসিপি হওয়ার পর এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল-আপনি সবার থেকে আলাদা কেন? উত্তরে তিনি বলেছিলেন, “আমার ক্রস-কালচারের (দ্বৈত-সংস্কৃতি) পার্থক্য বলে দেয় আমি কে। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। কিন্তু যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছি। আমি আসলে বিশ্বাস করি যে আমি এই দেশকে চমৎকারভাবে প্রতিনিধিত্ব করতে পারব কেননা একজন মার্কিন নাগরিক হিসেবে আমি এরকম সুযোগের বিস্তর বর্ণচ্ছটা দেখি এবং আমাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে তার প্রশংসা করি। ”
যদি আপনাকে এক কোটি মার্কিন ডলার দেওয়া হয় আপনি তা দিয়ে কী করবেন-এমন প্রশ্নে তিনি বলেছিলেন, “বাংলাদেশে আমার পরিবারের জন্য একটি নতুন বাড়ি কিনব। ”
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com