ঢাকা: নারীদের মহাকাশ জয়ের বয়স ৫০ হতে চলল। প্রথম নারী হিসেবে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা (৭৬) মহাকাশ জয় করেন।
১৯৬৩ সালের ১৬ জুন তিনি মহাকাশে উড্ডয়ন করেন। রোববার তার ৫০ বছর পূর্ণ হবে।
ভ্যালেন্তিনা ‘ভস্টক ৬’ মহাকাশযানে করে ৪৮ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন।
কালেক্ট স্পেস.কম-এর সম্পাদক মহাকাশ ইতিহাস বিশেষজ্ঞ রবার্ট পার্লম্যানের দেয়া তথ্যানুসারে এখন পর্যন্ত ৫৩৪ জন মহাকাশচারী মহাকাশ ভ্রমণ করেছেন এর মধ্যে নারী মহাকাশচারী হচ্ছে ৫৭ জন।
সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে ১৯৬১ মহাকাশ যাত্রা করেন। এরপর ১৯৬২ সালের ১৬ ফেব্রুয়ারি সোভিয়েত প্রকৌশলী সার্জেই করোলভ মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠানোর চিন্তা করেন।
এ জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয় চারশ জন নারী । চারশ জনের মধ্য থেকে নির্বাচিত হয় তাতিয়ানা কুজনেতসোভা, ইরিনা সলোভোভা, ঝান্না ইয়োরোকিনা, ভ্যালেন্তিনা, পনোমারিয়োভা এবং ভ্যালেন্তিনা তেরেসকোভা।
এদের মধ্যে থেকে ভ্যালেন্তিনা তেরেসকোভা প্রথম নারী নভোচারী হিসেবে ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশে পাড়ি জমান।
মহাকাশ জয়ের কিছু উল্লেখযোগ্য ঘটনা:
১৯৬১: প্রথম মানুষ হিসেবে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ যাত্রা।
১৯৬৩: প্রথম নারী নভোচারী হিসেবে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা ‘ভস্টক ৬’ মহাকাশযানে ৪৮ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন।
১৯৬৯: মানব ইতিহাসে প্রথম বারের মতো নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন চাঁদে পদার্পণ করেন।
১৯৭১: সোভিয়েত ইউনিয়ন ‘স্যালিউট’ নামে প্রথম মহাকাশ স্টেশন স্থাপন করে।
১৯৭৫: ২০টি ইউরোপিয়ান জাতি মিলে প্যারিসে ‘দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি’ প্রতিষ্ঠা করে।
১৯৮৩: স্যালি রাইড প্রথম মার্কিন নারী নভোচারী হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
১৯৮৪: ভেতলানা সাভিতসকায়া প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে হেঁটে বেড়ান।
১৯৮৪: ক্যাথ্রিন ডি সুলিভান প্রথম মার্কিন নারী মহাকাশচারী হিসেবে মহাকাশে হাঁটেন।
১৯৮৬: রাশিয়া কক্ষপথে ‘মির মড্যুলার’ স্পেস স্টেশন স্থাপন করে।
১৯৯১: প্রথম ব্রিটিশ নাগরিক হিসেবে হেলেন শ্যারম্যান মহাকাশ ভ্রমণ করেন। আর প্রথম নারী হিসেবে ‘মির’ স্পেস স্টেশন পরিদর্শন করেন।
১৯৯২: প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মায়ে জেমিসন মহাকাশ যাত্রা করে।
১৯৯৩: এলেন অকোয়া প্রথম হিস্পানিক নারী মহাকাশ জয় করেন।
১৯৯৪: চিয়াকি মুকাই মহাকাশ জয়ে প্রথম জাপানিজ নারী।
১৯৯৮: প্রথম ইন্ট্যারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) উদ্বোধন করা হয়।
২০০৬: প্রথম ইরানিয়ান হিসেবে আনুশেহ আনসারি মহাকাশ ভ্রমণ করেন।
২০০৬: সুনীতা উইলিয়াম প্রথম নারী হিসেবে মহাকাশে ১৯২ দিন অবস্থান করেন।
২০০৭: পেগি হুইটসন ইন্ট্যারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এর প্রথম নারী নিয়ন্ত্রণকারী নির্বাচিত হন।
২০০৮: ই সো-ইয়োন মহাকাশ জয়ে প্রথম দক্ষিণ কোরিয়ান নাগরিক ও পূর্ব এশিয়ার দ্বিতীয় নারী।
২০১২: লিউ ইয়াং মহাকাশে প্রথম চাইনিজ নারী।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com