ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেট্রোলের দাম বাড়ল প্রতি লিটার ২ রুপি

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জুন ১৬, ২০১৩
পেট্রোলের দাম বাড়ল প্রতি লিটার ২ রুপি

কলকাতা: ভারতে আবার দাম বাড়ল পেট্রলের। শনিবার মধ্যরাত থেকে প্রতি লিটার ২ রুপি করে বেড়েছে পেট্রলের দাম।

এরসঙ্গে যুক্ত হবে অতিরিক্ত কর। এই নিয়ে গত এক মাসে দুই বার পেট্রলের দাম বৃদ্ধি করা হোল।

কলকাতায় পেট্রলের দাম পড়বে ৭১.২৯ থেকে ৭৩.৭৯ রুপি, দিল্লিতে ৬৬.৩৯ রুপি, মুম্বাইয়ে ৭৪.৬০ রুপি। দেশীয় তথা আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধির ফলে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সর্ববৃহৎ তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

পক্ষকাল আগে ১ জুন পেট্রলের দাম যথাক্রমে ০.৭৫ রুপি এবং ডিজেলের দাম ০.৫০ রুপি করে বাড়ানো হয়েছিল।

বিশ্ব বাজারে ডলারের দাম বাড়া এবং ডলারের বিপরীতে রুপির দাম পড়ে যাওয়ায় ডিজেলের ক্ষেত্রে ৬.৩০ রুপি,  কেরোসিনের ক্ষেত্রে ২৭.৭৫ রুপি, ১৪.২ কেজি রান্নার গ্যাসে ৩৩৫.১৪ রুপি করে লোকসান হচ্ছে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে।

গত শুক্রবার মধ্যরাতে অয়েল মার্কেটিং কোম্পানিগুলির (ওএমসি) বৈঠক শেষে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অবশেষে আশঙ্কা সত্যি করে দাম বাড়িয়ে দিল অয়েল মার্কেটিং কোম্পানিগুলি।
      
সূত্রের খবর, গত চার সপ্তাহে ডলারের তুলনায় টাকার মূল্য ক্রমাগত কমতে থাকায় তেল সংস্থাগুলিকে প্রায় ২০ হাজার কোটি টাকার ঘাটতির মুখে পড়তে হয়। চলতি সপ্তাহে মঙ্গলবারেই টাকার দামের রেকর্ড পতন হয়েছিল। এক ডলারের তুলনায় টাকার মান গিয়ে দাঁড়ায় ৫৮.৯৬ টাকায়।

যদিও এই সপ্তাহেই কিছুটা শক্তিশালী হয়েছে টাকা। দাম বেড়েছে তিন শতাংশ। তবুও টাকার রেকর্ড পতন তেল সংস্থাগুলিকে পেট্রোলের দাম বাড়ানোর দিকেই ঠেলে দিয়েছে অ্যাঞ্জেল ব্রোকিংয়ের ফাণ্ড ম্যানেজার-পিএমএস পি ফ্যানি শেখর অয়েল মার্কেটিং কোম্পানিগুলির দাম বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, কার্যত টাকার একটানা অবনমন তেল সংস্থাগুলির সমস্ত লভ্যাংশ নষ্ট করে দিচ্ছে।
    
তৃণমূল কংগ্রেস এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দলের রাজ্য সভাপতি ও সাংসদ সুব্রত বক্সি বলেন, ‘কেন্দ্রীয় সরকার যে প্রক্রিয়ার হাতে সবকিছু ছেড়ে দিয়েছে, তাতে পেট্রোপণ্যের মূল্য লাগামছাড়া হয়ে যাবে।

এতে সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপবে। ’ তাঁর মন্তব্য, এখনই কেন্দ্রীয় সরকারের বিদায় নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
এসপি/ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।