ঢাকা: দক্ষিণ ইরাকে একটি ধারাবাহিক গাড়ি বোমা বিষ্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েহে।
এ আক্রমণের মূল লক্ষ্য ছিলো শিয়া মুসলমানেরা।
রবিবার সকালে এ ধারাবাহিক বোমা বিষ্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত বছরগুলোর মতো আবার নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃদ্ধি পেতে পারে জাতিগত সংঘাত।
জাতিসংঘের একটি হিসাব অনুযায়ী গত মে মাসে ইরাকে এ ধরনের জঙ্গি হামলায় ১০০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। ইরাকে ২০০৬-০৭ সালের পর এই মে মাসই সবচেয়ে প্রাণঘাতী মাস।
রাজধানী বাগদাদের দক্ষিণে ৪২০ কি.মি. দূরে অবস্থিত শিয়া অধ্যুষিত বাসরা শহরে আলাদাভাবে দুটি গাড়ি বোমা বিষ্ফোরিত হয়। পুলিশ জানায়, এতে কমপক্ষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
দক্ষিণ ইরাকের নাজাফ, হিল্লা, তাজ খুরমাতো এবং মাহমুদিয়া শহরের শিয়া মুসলমানদের লক্ষ্য করেও গাড়ি বোমা বিষ্ফোরিত হয়। পুলিশ জানায়, উত্তর ইরাকের মসুল শহরে হাধার চেকপয়েণ্টের কাছে বন্দুকধারীরর গুলিতে ৬ পুলিশ নিহত হয়েছে।
কোনো দলই এ আক্রমণের দায় স্বীকার করেনি। তবে এ বছরের শুরু থেকেই সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী ও আল-কায়েদা সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা বৃদ্ধিতে এ ধরনের জঙ্গি আক্রমণ শুরু করে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com