ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরেকটি ব্লাস্টিক মিসাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, জুন ১৬, ২০১৩

কলকাতা:  ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যোগ হল আরও একটি ব্লাস্টিক ডিফেন্স মিসাইল (বিডিএম)।

ভারতের মিসাইল প্রতিরক্ষা ক্ষেত্রের নতুন সংযোজন এ মিসাইলটি ৫০০০ কিলোমিটার দূরে থাকা শত্রু মিসাইলকে চিহ্নিত করার ক্ষমতা সম্পন্ন।



প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা(ডিআরডিও) প্রধান অবিনাশ চন্দর জানান, আপাতত এই মিসাইলটি প্রাথমিক পর্যায় আছে। আগামীতে মিসাইলটিকে আরও উন্নত করা হবে।

তিনি আরও জানান, মিসাইলটি আপাতত ২০০০ কিলোমিটার দূর থেকে শত্রু পক্ষের মিসাইলকে চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারবে।

অবিনাশ চন্দর জানান, দ্বিতীয়  পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হবে। এই পর্যায়ে মিসাইলটিকে ৫০০০ কিলোমিটার দূরের শত্রু মিসাইলকে চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা যোগ করা হবে। কিছুদিনের মধ্যেই এই মিসাইলের পরীক্ষা নেওয়া হবে।

ধারণা করা হচ্ছে,চীনের দিক থেকে আসা আক্রমণকে প্রতিহত করার বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ সময়:  ১৪০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।