নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে চলেছে সোমবার।
এদিন সন্ধ্যায় মন্ত্রী সভার এ রদবদল হবে।
রোববার রাষ্ট্রপতির দফতর সূত্রে এ খবর পাওয়া গেছে।
শনিবার মন্ত্রী সভার দুই সদস্য সি পি জোশি ও অজয় মাকেন রাষ্ট্রপতির হাতে তাদের ইস্তফা পত্র তুলে দেন। রোববার সকালে তাদের ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।
মনমোহন সিং মন্ত্রিসভায় বেশ কয়েকটি পদ খালি হয়েছে। এর মধ্যে আছে রেলমন্ত্রী, আইন, সড়ক, যোগাযোগ, আবাসনসহ বেশ কয়েকটি দফতর।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
ভিএস/কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com