কলকাতা: তৃণমূল নয়, জাতীয় রাজনীতিতে তৃতীয় বিকল্প গড়তে পারে একমাত্র বামেরাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টকে নাম না করে এ কথা বললেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
এমনিতেই তৃণমূল নেত্রী বাংলা-বিহার-ওড়িশাকে জাতীয় রাজনীতিতে একজোট হওয়ার প্রস্তাব দিয়েছেন। ফলে বিপাকে পড়ে সিপিএম তড়িঘড়ি করে লোকসভা নির্বাচন ধরে তৃতীয় বিকল্প গড়তে উঠে পড়ে লেগেছে ।
আগামী ১ জুলাই নয়াদিল্লিতে ৪ বামদলকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।
এ পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় এসএফআইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বুদ্ধবাবু এ ফেডারল ফ্রন্টের কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, রাজ্য বা ব্যক্তি নয়, কাছাকাছি আসতে হবে কর্মসূচি দিয়ে। কর্মসূচির বিকল্প হয় না, হবে না। কর্মসূচির ভিত্তিতে তৃতীয় বিকল্প গড়লে মানুষ তা সমর্থন করবে।
তিনি বলেন, বেশিরভাগ পার্টিই জাতপাত প্রশ্নে বিভক্ত। সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে মঞ্চ তৈরি কঠিন কাজ। সেই কঠিন কাজটাই করার চেষ্টা করছে বামেরা।
বাংলাদেশ সময় : ২১২৫ ঘণ্টা, ১৬ জুন, ২০১৩
এসবি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউগরুম এডিটর, এসএস eic@banglanews24.com