নয়াদিল্লি: সংবাদপত্র মানুষের হিতাকাঙ্খী অভিভাবক। আলিগড়ে সর্বভারতীয় সাংবাদিক সংগঠন, ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (ইন্ডিয়া)-র ১৭৩তম দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলনে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।
শনিবার বিকালে তিনি আসায় গোটা অঞ্চল নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়। উপরাষ্ট্রপতি ছাড়াও ভাষণ দেন সংগঠনের সভাপতি প্রজ্ঞানন্দ চৌধুরি, রাজ্যের মন্ত্রী রামগোবিন্দ চৌধুরি প্রমুখ বিশিষ্টজন।
সভাপতি তাঁর ভাষণে সাংবাদিকতা পেশার সমস্যার দিকগুলি তুলে ধরেন। রাজ্যেরমন্ত্রী রামগোবিন্দ চৌধুরী তাঁর ভাষণে প্রথমেই সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি জানান, তাঁর সরকার প্রশংসার পাশাপাশি সমালোচনাকেও স্বাগত জানায়।
বাংলাদেশ সময় : ২১৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস