ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘ভুল পথে চলছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, জুন ১৭, ২০১৩
‘ভুল পথে চলছে যুক্তরাষ্ট্র’

ঢাকা: যুক্তরাষ্ট্র যে পথে চলছে তা সঠিক নয় বলে মনে করে অধিকাংশ মার্কিনি। দেশটির ৫৮ শতাংশ জনগণ মনে করে, যুক্তরাষ্ট্র ভুল পথে যাচ্ছে।

আর মাত্র ৩৩ শতাংশ মার্কিনি মনে করে, ঠিক পথেই রয়েছে তাদের দেশ।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টাইম সাময়িকীর এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। দেশ পরিচালনায় প্রেসিডেন্ট বারাক ওবামার গ্রহীত নীতি নিয়েও মার্কিনিদের মতামত জানতে চাওয়া হয় ওই জরিপে।

১০ ও ১১ জুন করা ওই জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ অংশগ্রহণকারী প্রেসিডেন্ট হিসেবে ওবামার দায়িত্ব পালন করার পক্ষে। ৪৪ শতাংশের মতামত, ওবামার প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা নেই।

বিদেশ নীতি নিয়ে মার্কিনিরা ওবামাকে সমর্থন দিলেও অভ্যন্তরীণ বিশেষ করে অর্থনৈতিক ইস্যুতে ওবামানীতিকে সমর্থন করেন না।

জরিপে অংশ নেওয়া মাত্র ৪২ শতাংশ মার্কিনি ‍অর্থনীতি নিয়ন্ত্রণে ওবামার নীতিকে সমর্থন করে কিন্তু ৫৩ শতাংশই তা সমর্থন করেন না।

যুক্তরাষ্ট্রের প্রতি সন্ত্রাসবাদের হুমকি কমানোর ক্ষেত্রে ওবামার পদক্ষেপে সমর্থন দেন ৫৬ শতাংশ ও সমর্থন দেন না ৩৬ শতাংশ। ওবামার বিদেশ নীতিতে সমর্থন করেন ৪৯ শতাংশ এবং বিরোধিতা করেন ৪১ শতাংশ মার্কিনি।

অভিবাসন নীতি নিয়ে ওবামার প্রচেষ্টার পক্ষে ৪৪ শতাংশ আর বিপক্ষে ৪৫ শতাংশ মার্কিনি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।