কলকাতা: অবিরাম বৃষ্টিতে উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে ভূমি ধস এবং নদীতে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ধস এবং জলে ডুবে অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে। এর ফলে `চারধাম যাত্রা` স্থগিত করা হয়েছে। বাড়ি ভেঙ্গে পড়ে দেরাদুনের প্রেম নগরে একসঙ্গে গোটা পরিবারের লোক মারা গেছে।
রুদ্রপ্রয়াগ জেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তরাখণ্ডের দোয়নপুরে জলের তোড়ে ৫ টি বাস বাণের জলে ভেসে গেছে। এ রাজ্যে গঙ্গা, মন্দাকিনী ও অলকানন্দা বিপদ সীমার উপর দিয়ে বইছে।
কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। গঙ্গোত্রী- যমুনত্রী‘র কাছে কয়েক হাজার তীর্থযাত্রী আটকে পড়েছেন। রাজ্য সরকার দেরাদুনে বাড়ি ভেঙ্গে মৃত পরিবারবর্গকে দেড় লক্ষ রুপি করে দেবার ঘোষণা দিয়েছেন। নদী তীরবর্তী মানুষদের নিরাপদস্থানে সরিয়ে ফেলা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: এসএস