ঢাকা: চলমান সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে তুরস্কের শ্রমিক সংঘগুলো। সরকারবিরোধীদের ওপর পুলিশের দমনপীড়নের নিন্দাও জানিয়েছে তারা।
ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজিপার্ক রক্ষায় ২০ দিন ধরে তুরস্কে আন্দোলন অব্যাহত রয়েছে। পার্ক বিলুপ্ত করে বিপণিকেন্দ্র নির্মাণে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির তরুণ ও পরিবেশবাদীরা আন্দোলন করে আসছে।
আন্দোলনকারী তাকসিম স্কয়ারে অবস্থান নিলেও পেশিশক্তি প্রয়োগ করে তাদের হটিয়ে দিয়েছে সরকারি বাহিনী। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেফ তায়েফ এরদোগান দমনপীড়নের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি আলোচনার প্রস্তাব দিলেও বিরোধীতা দমনপীড়নের কারণে তা প্রত্যাখান করেছেন।
গত সপ্তাহে হটিয়ে দেওয়ার পর ফের গেজি পার্কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কিন্তু রোববার ফের তাদের হটিয়ে দেয় পুলিশ। এ ঘটনার পরই ধর্মঘটের ডাক দেয় কেইএসকে ও ডিআইএসকে।
এক যৌথ বিবৃতিতে তুরস্কের লাখো শ্রমিকের প্রতিনিধিত্বকারী এ সংঘ দুটি জানায়, গেজি পার্ক থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদের প্রতিবাদে সোমবার তারা ধর্মঘট ডাকবে।
কেইএসকের মুখপাত্র বাকি সিনার বলেন, “আমাদের দাবি হচ্ছে, শিগগিরই পুলিশের দমনপীড়ন বন্ধ করতে হবে। ”
চিকিৎসক ও প্রকৌশলীদের সংঘগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।
গত ২৮ মে আন্দোলন শুরু হওয়অর পর কমপক্ষে চারজন নিহত ও পাঁচ হাজার জন আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com