নয়াদিল্লি: ধর্ষণ রুখতে হাতিয়ার প্রযুক্তি। নারীসুরক্ষার কথা মাথায় রেখে, ‘নির্ভয়া’ নামক সংযোগকারী যন্ত্র আনল ভাবা পরমাণু কেন্দ্র।
দিল্লির ধর্ষণকাণ্ডের পরই ‘নির্ভয়া’ নিয়ে গবেষণা চালায় ভাবা। অপ্রীতিকর ঘটনার সময়, যন্ত্রটির সুইচ টিপলেই, সেই স্থান সম্পর্কে অবগত হবে পুলিশ। ক্ষুদ্র এই যন্ত্রটি সহজেই বহনযোগ্য।
বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস