ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মনমোহন সিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, জুন ১৭, ২০১৩
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মনমোহন সিং

কোলকাতা: ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সোমবার আসাম রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

এবার নিয়ে তিনি পঞ্চমবারের মতো আসাম রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।

এর আগেও তিনি চারবার আসাম থেকে নির্বাচিত হন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, আহমেদ প্যাটেল, মতিলাল ভোরা, রাজীব শুক্লা প্রভৃতি।

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে আসাম থেকে নির্বাচিত রাজ্যসভার অপর সদস্য সান্টিয়াস কুজুরও শপথ নেন।

শপথ গ্রহণের পর ড. মনমোহন সিং জানান, তিনি আসামের মানুষের কাছে কৃতজ্ঞ। আসামের মানুষের উন্নতির লক্ষে কাজ করবেন তিনি।

প্রসঙ্গত, গত ৩০ মে আসাম রাজ্যসভার দুটি পদের জন্য নির্বাচন হয়। দুটি আসনেই কংগ্রেস বিজয়ী হয়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।