ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘পশ্চিমবঙ্গে ভোটে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত’

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, জুন ১৭, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ‘সর্বময় কর্তৃত্ব’ই মেনে নেওয়া উচিত। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ কখনোই কাম্য নয়।



সোমবার এক অনুষ্ঠানে নির্বাচন সংক্রান্ত নাগরিক মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ এর প্রতিনিধিরা এ কথা জানিয়েছেন।
 
প্রতিনিধিরা বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরকার ও কমিশনের দ্বন্দ্বেই তা পরিষ্কার হয়ে গিয়েছে।

এছাড়া, এবারের পঞ্চায়েত ভোটে ভীতি প্রদর্শন, সন্ত্রাস ও দুর্নীতি নির্বাচনী প্রক্রিয়াকে প্রায় গ্রাস করেছে বলে মন্তব্য করেছেন তারা।

সংগঠনের স্টেট কো-অর্ডিনেটর বিপ্লব হালিম জানিয়েছেন, আগামী দিনে তারা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমের লাভপুরে এ ধরনের সম্মেলনের আয়োজন করে জনগণকে গণতান্ত্রিক ক্ষমতা সম্পর্কে সচেতন করবেন।

এদিকে গত লোকসভা ও বিধানসভা ভোটের মতো পঞ্চায়েত ভোটের ক্ষেত্রেও প্রার্থীদের জমা দেওয়া সম্পত্তি সংক্রান্ত হলফনামার তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

সব প্রার্থীর ক্ষেত্রে তা সম্ভব না হলেও অন্তত সব জেলা পরিষদ প্রার্থীর হলফনামা তারা খতিয়ে দেখবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
এসবি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।