ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৫ তলা থেকে পড়ে রক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জুন ১৭, ২০১৩
১৫ তলা থেকে পড়ে রক্ষা!

ঢাকা: এবার নিউজিল্যান্ডে ঠিক ১৫ তলা থেকে পড়ে বেঁচে গেলেন এক ব্রিটিশ নাগরিক।

বিবিসি অনলাইন জানায়, দেশটির অকল্যান্ডে রোববার স্থানীয় সময় ২টায় এই অলৌকিক ঘটনাটি ঘটে।

টম স্টিলওয়েল নামের ওই ব্যক্তি নিজের বেলকুনি থেকে প্রতিবেশীর বেলকুনিতে উঠার সময় নিচে পড়ে সৌভাগ্যক্রমে বেঁচে যান।

‘টম খুবই সৌভাগ্যবান। ১৫ তলা থেকে পড়েও সে ভালো আছে। তেমন বড় কোন দুর্ঘটনা না ঘটলেও তার একটি হাড় ভেঙ্গে গেছে’-টম স্টিলের বন্ধু সংবাদ মাধ্যমকে জানায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ঘটনার দিন ঘুম থেকে উঠে স্টিলওয়েল কক্ষে নিজেকে তালাবদ্ধ অবস্থায় আবিষ্কার করলেন। সম্ভবত কেউ একজন স্টিলওয়েলের সঙ্গে দুষ্টুমির ছলে এ কাজ করে থাকতে পারেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রতিবেশী জেরালডিন বস্টিটা নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকাকে জানান, স্টিলকে আমরা শান্ত বলেই জানি। নিজের কক্ষ তালাবদ্ধ থাকায় ওই দিন সে আমার বেলকুনি ব্যবহার করতে চাইল। লক্ষ্য ছিল আমার বেলকুনিতে উঠে দরজা দিয়ে বাইরে বের হবে।     

কিন্তু আমি মোটেই ভাবতে পারিনি এমন কিছু ঘটবে। সে আমাকে শুধু বলব আপনার বেলকুনি ব্যবহার করে আমি বের হতে চাই। আমি জানতাম না স্টিলওয়েল বেলকুনিতে উঠার জন্য লাফ দিবে। তাহলে আমি তাকে অনুমতি দিতাম না।

যখনই স্টিলওয়েল লাফ দিয়ে আমার বেলকুনির রেলিং ধরতে যায় তখনই সে নিচে পড়ে যায়। আর এসব কিছুই ঘটে চোখের পলকে। আমি তাকে থামানোর কোন সুযোগই পাইনি।

এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন স্টিলওয়েলের প্রতিবেশী বস্টিতা।

সংবাদ মাধ্যম জানায়, স্টিলওয়েল সরাসরি মাটিতে না পড়ে ১৫ তলা নিচে পাশ্ববর্তী একটি বাড়ির ছাদের উপর গিয়ে পড়ে।

এ প্রসঙ্গে সেন্ট জন মেডিকেলের পরিচালক ডা. টনি স্মিথ বলেন, সাধারণত এই ধরণের উচ্চতা থেকে পড়ে গিয়ে ব্যক্তি যদি সরাসরি মাটিতে না পড়ে কোন কিছুর উপর পড়ে তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরও বলব এটা সম্পূর্ণই একটা অস্বাভাবিক ঘটনা।

এর আগে ২০১০ সালে নিউইয়র্কের ম্যানহাটোনে আত্মহত্যার চেষ্টাকালে ৩৯ তলা থেকে পড়ে প্রাণে বেঁচেছিলেন ২২ বছর বয়সী এক ছাত্র। ৪০০ ফুট উপর থেকে পার্ক করা গাড়ির উপর পড়ে থমাস ম্যাজিল নামের ওই ছাত্রের দুই পা ভেঙ্গে যায়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, জুন ১৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।