ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে বসছে গ্রুপ আটের সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জুন ১৭, ২০১৩
আয়ারল্যান্ডে বসছে গ্রুপ আটের সম্মেলন

ঢাকা: উন্নত দেশগুলোর সংগঠন গ্রুপ আট (জি-এইট) সম্মেলন শুরু হতে যাচ্ছে যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে। ইতোমধ্যে সংগঠনের সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বেলফাস্টে পৌঁছানো শুরু করেছেন।



সোমবার বিকেলে ফারমানাঘ জেলার লফ আর্নে শহরে গ্রুপ আটের ৩৯ তম সম্মেলন শুরু হবে।

দু দিনব্যাপি সম্মেলনে সিরিয়া ইস্যুসহ আন্তর্জাতিক শান্তি ইস্যু প্রাধ্যান্য বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতা ইস্যুও আলোচনা উঠে আসতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বেলফাস্টে সোমবার সকালে পৌঁছেন। সেখানে আয়ারল্যান্ডের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। তিনি বলেন, “শান্তি শুধু রাজনীতির বিষয় নয়। এটি দৃষ্টিভঙ্গির বিষয়। ”

শান্তির জন্য জ্ঞান আর পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন বলে জানান ওবামা।

আয়ারল্যান্ডের স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, “আপনাদের ‍জ‍ানা উচিত আপনারা যতদূরেই এগিয়ে যাবেন যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে রয়েছে..। আপনাদের রাজনৈতিক অগ্রগতিতে সহায়তা করার জন্য স্টরমন্ট, ডাবলিন ও ওয়েস্টমিনিস্টারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব। “

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনও ইতোমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেছেন। তাদের বৈঠকে সিরিয়‍া ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার ব্যাপারে যুক্তরাজ্যে সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পুতিন।

কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, জাপান, জার্মানি ও ইতালি গ্রুপের সদস্য।

সম্মেলনকে কেন্দ্র করে বেলফাস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলন কেন্দ্র চার মাইল দীর্ঘ ও তিন মিটার উচু ধাতব বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রায় ৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে সম্মেলনের জন্য।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।