নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে সি পি জোশীর হাতে। রাহুল গান্ধী তার আস্থাভাজন এ নেতার ওপর কংগ্রেসের দায়িত্ব দেন।
এ দিকে, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে এ সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, দীর্ঘদিন পর সর্বভারতীয় কংগ্রেসের সচিব করা হয়েছে রাজ্য কংগ্রেসের দুই নেতাকে। তারা হলেন, প্রদেশ কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার ও ফারাক্কার বিধায়ক মইনুল হক।
এর আগে কংগ্রেস হাই কমান্ডের তরফে পশ্চিমবঙ্গ কংগ্রেসের দায়িত্বে ছিলেন শাকিল আহমেদ।
বিশেষ সূত্রে জানা যায়, সম্প্রতি পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী জানান, তৃণমূলের সঙ্গে জোট হবে কিনা, তা নিয়ে এখনই ভাবার দরকার নেই।
অপরদিকে, পঞ্চায়েত ভোটে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্য কংগ্রেস যেন সর্বশক্তি দিয়ে লড়ে এবং এর পাশাপাশি ধারাবাহিকভাবে কর্মসূচি গ্রহণ করা হয়, সে ব্যাপারে রাহুল সবাইকে আহ্বান জানান।
রাহুলের সেই কৌশলের রূপায়ণ যাতে যথাযথ হয়, অবধারিতভাবে তা সুনিশ্চিত করতে চাইছেন জোশী।
সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের দায়িত্বও জোশীকে দিয়েছেন রাহুল। যার অর্থ, দুই রাজ্যেই কংগ্রেস যাতে লড়াই করে তার শক্তি বাড়াতে পারে।
রাজ্য কংগ্রেসের অনেক নেতার ধারণা, জোশী দায়িত্ব পাওয়ায় পশ্চিমবঙ্গে তাদের তৃণমূল বিরোধী লড়াই জোরদার হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে দুই নেতাকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক বলেই মনে করছেন রাজ্যের নেতারা।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
এসপি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর