ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় চালু হলো ওয়েব বেসড টেলিগ্রাম সার্ভিস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জুন ১৭, ২০১৩
ত্রিপুরায় চালু হলো ওয়েব বেসড টেলিগ্রাম সার্ভিস

আগরতলা (ত্রিপুরা): সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে দেশে একযোগে বন্ধ করা হয়েছে ঐতিহ্যবাহী টেলিগ্রাম পরিসেবা। ত্রিপুরাতে বন্ধ অনেক আগে থেকেই।

১৫ জুন সরকারিভাবে সারা দেশে পাকাপাকি বন্ধ করা হয় টেলিগ্রাম।

তবে, সোমবার থেকে এক আধুনিক টেলিগ্রাম পরিসেবা চালু করলো ভারতের রাষ্ট্রীয় টেলিকম পরিচালক প্রতিষ্ঠান বিএসএনএল। যার নাম ওয়েব বেসড টেলিগ্রাম সার্ভিস। সংক্ষেপে যাকে বলা হচ্ছে ডব্লিউবিটিএস।

এ খবর জানিয়েছেন আগরতলায় বিএসএনএলের জেনারেল ম্যানেজার দেবকুমার চক্রবর্তী।

তিনি জানান, নতুন এই টেলিগ্রাম পরিসেবা চলবে ইন্টারনেট ভিত্তি করে। পুরো কাজ হবে ডাকঘর থেকে। বড় জোর দু’দিনের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে এই টেলিগ্রাম। ১৭৫ বছরের বেশি সময় ভারতে টিকে ছিল টেলিগ্রাম পরিসেবা। এক সময় ভারতের জনজীবনের অন্যতম অংশ ছিল টেলিগ্রাম। দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে খবর পাঠানোর অন্যতম উপায় ছিল এটি। কিন্তু পরবর্তী সময়ে ডাক ও তার বিভাগের উন্নতি ও ইন্টারনেট পরিসেবার অগ্রগতিতে হারিয়ে যেতে থাকে টেলিগ্রাম।

দেবকুমার চক্রবর্তী জানিয়েছেন, আগে আগরতলা থেকে গড়ে প্রতিদিন দুশো টেলিগ্রাম হতো। কিন্তু দিন দিন সংখ্যাটা কমতে থাকে। শেষ পর্যন্ত যা গিয়ে দাঁড়ায় দিনে দুই বা তিনটিতে। তাও এক সময়ে এসে বন্ধ হয়ে যায়। গত প্রায় দশ বছর ধরে টেলিগ্রাম প্রায় হয়নি বললেই চলে। তাও যে দু’তিনটি টেলিগ্রাম হতো তা সরকারি কাজে।    

দেবকুমার চক্রবর্তী আরও জানান, এত পুরানো পরিসেবাটি যাতে হারিয়ে না যায় তার জন্য ভাবা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। শেষ পর্যন্ত ঠিক হয় ইন্টারনেট ভিত্তি করেই টেলিগ্রাম পরিসেবা চালু করা হবে। যা শুরু হলো এদিন থেকে।

সোমবার রাজ্যের চারটি জায়গায় শুরু হচ্ছে ওয়েব বেসড টেলিগ্রাম সার্ভিস। জায়গা চারটি হলো- কৈলাসহর, ধর্মনগর, উদয়পুর এবং আগরতলা। পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিসেবা বিস্তার করা হবে বলে তিনি জানান।

এক সময়ে রাজ্যের সাংবাদিকদের খবর পাঠানোর অন্যতম মাধ্যম ছিল টেলিগ্রাম। পরে টেলেক্স, ফ্যাক্স ও বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে হয় খবর পাঠানো। ইন্টারনেট বেসড টেলিগ্রাম সার্ভিস চালু হলেও তা কতটা জনপ্রিয় হবে এখন সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।