ঢাকা: বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের কাছে ব্যবহারকারীদের তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র।
ব্যবহারকারীদের তথ্যের জন্য গত ৬ মাসে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ৪ থেকে ৫ হাজার বার প্রতিষ্ঠানটিকে অনুরোধ জানিয়েছে।
সোমবার অ্যাপল কতৃপক্ষ জানায়, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তার স্বার্থে অপরাধ বিষয়ক তদন্তের জন্যই ব্যবহারকারীদের এ তথ্য চেয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে একটি চুক্তির পর মাইক্রোসফট ও ফেসবুক গত সপ্তাহে একই ধরনের তথ্য প্রকাশ করে।
অ্যাপল ওয়েবসাইটের এক বিবৃতিতে জানায়, গত ১ ডিসেম্বর, ২০১২ থেকে ৩১ মে, ২০১৩ এর মধ্যে তারা এ ধরনের অনুরোধ পেয়েছে। রাষ্ট্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষই এ ধরনের অনুরোধ করেছে।
এসব অনুরোধের বেশিরভাগই এসেছিলো পুলিশের ডাকাতি সংক্রান্ত ও অন্যান্য অপরাধের তদন্তের ব্যাপারে। নিখোজ শিশুদের অনুসন্ধানের জন্য, হারিয়ে যাওয়া স্মৃতিভ্রংশ রোগিদের খুঁজে বের করতে, অনেক ক্ষেত্রে আত্মহত্যা প্রতিরোধ করতেও অ্যাপলের কাছে এ তথ্য চাওয়া হয়েছিলো।
অ্যাপল জানায়, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার ব্যাপারে তারা সবসময়েই সচেতন। আর ব্যবহারকারীদের ব্যক্তিগত সব তথ্যই অ্যাপল সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ করেনা।
অ্যাপল আরও জানায়, আইমেসেজ ও ফেসটাইমের মাধ্যমে যেসব কথোপকথন হয় তা শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে এনক্রিপ্ট (সংকেতের মাধ্যমে লিপিবদ্ধকরণ) করা হয় যার ফলে তা বার্তা প্রেরক ও বার্তা গ্রাহক ছাড়া আর কেউই জানতে পারেনা। অ্যাপলও সে তথ্য ডিক্রিপ্ট করতে পারেনা।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com