ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অনাগত সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে বিতর্কে শাহরুখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জুন ১৭, ২০১৩
অনাগত সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে বিতর্কে শাহরুখ

ঢাকা: সম্প্রতি সারোগেসি’র (অন্য কোনো নারীর গর্ভে কোনো দম্পতির সন্তান নেওয়ার পদ্ধতি) মাধ্যমে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন শাহরুখ- এমন খবরে ছড়িয়ে পড়ে বলিউড পাড়ায়।

এই সন্তান নিয়েই নতুন এক ঝামেলায় পড়েছেন কিং খান।

ভারতের আইনে বলা আছে, কোনো দম্পতি গর্ভাবস্থায় অনাগত সন্তানের লিঙ্গ পরিচয় জানতে পারবেন না। অথচ শাররুখ আগে ভাগেই উন্নত চিকিৎসা পদ্ধতি রেডিওলজির মাধ্যমে জানতে পারেন, তাদের ঘর আলোকিত করে আসছে ছেলে সন্তান।

এ নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের রেডিওলজিক্যাল এবং ইমেজিং অ্যাসোসিয়েশন (আইআরআইএ)।

ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আইআরআইএ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়কে শাহরুখের যে ছেলে সন্তান হতে যাচ্ছে এমন সংবাদের বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে।

যদিও গত সপ্তাহে শাহরুখ ও গৌরি খান তাদের ছেলে সন্তানের বিষয়ে নিশ্চিত করে কিছু প্রকাশ্যে বলেননি। তারপরও ভারতের অধিকাংশ পত্রিকায় খবর আসে, শাহরুখ ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছেন।

আইআরইএ’র কো-অর্ডিনেটর ডা. জিগনেশ ঠাক্কার বলেন, “যেখানে ভারতে অনাগত সন্তানের লিঙ্গ পরিচয় জানা নিষিদ্ধ, সেখানে শাহরুখ কিভাবে এ খবর জানতে পারলেন যে তার সন্তানটি ছেলে হবে- এ মর্মে আমরা রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগে লিখিত নোটিশ পাঠিয়েছি। ”

ভারতে কন্যা সন্তানের ভ্রণ নষ্ট করা একটি সাধারণ ঘটনা। তাই ভারত সরকার আইন করে অনাগত সন্তানের লিঙ্গ পরিচয় জানা নিষিদ্ধ করেছে। আর মুম্বাইসহ দেশটির বিভিন্ন শহরে লিঙ্গ পরিচয় প্রকাশে সাহায্য করার জন্য রেডিওলজিস্টদের গ্রেফতার করে আসছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডা. ঠাক্কার বলেন, সেলিব্রেটিরা সবময়ই এ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে। তারা নানা কৌশলে সন্তানের লিঙ্গের পরিচয় জানলেও এর জন্য ডাক্তারদের দোষী সাব্যস্ত করা হয়। তিনি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

তবে দেশের বাইরে যারা এ কাজটি করে থাকেন তাদের জন্য এই আইনটি প্রযোজ্য নয়।

উল্লেখ্য, এর আগে আমির খান সারোগেট পদ্ধতির মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। বলা হচ্ছে, আমির যে ডাক্তারের পরামর্শ নিয়েছেন শাহরুখও একই ডাক্তারের শরণাপন্ন হন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।