ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্ষোভের মুখে মমতা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, জুন ১৭, ২০১৩
ক্ষোভের মুখে মমতা

কলকাতা: বারাসাতের কুমদিনি অঞ্চলে ধর্ষণের পর ছাত্রী হত্যার ঘটনার ১০ দিন পর সোমবার দুপুরে ওই বাড়ি গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। এসময় মুখ্যমন্ত্রী নিহত ছাত্রীর বাড়ির লোকদের সঙ্গে কথা বলেন।



মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হলে তার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের নারীরা। এসময় গ্রামবাসী অপরাধীদের চুড়ান্ত শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা অপরাধী তারা সি পি আই(এম)-এর সমর্থক। ”

পরে তিনি সাংবাদিকদের জানান দোষীদের বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা নেবে।

এছাড়া, এসময় তিনি সীমান্ত এলাকায় বিএসএফ -এর নজরদারি বাড়ানোর কথা বলেন।

তিনি জানান, ওই এলাকায় ৪টি পুলিশ থানা করা হবে।

বাংলাদেশ সময়:  ১৬৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৩  
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।