ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে মোবাইল খরচ কমছে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জুন ১৭, ২০১৩

নয়াদিল্লি: ভারতীয় মোবাইল গ্রাহকদের জন্য সুখবর। আগামী ১ জুলাই থেকেই রোমিং চার্জ কমছে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর ঘোষিত ভয়েস কল ও এসএমএসের ক্ষেত্রে নয়া শুল্ক কাঠামো অনুযায়ী, রোমিংয়ে থাকার সময় আউট গোয়িং লোকাল কলের মাশুল প্রতি মিনিটে ১.৪০ টাকা থেকে কমে হচ্ছে ১ টাকা।

সারা ভারতজুড়ে রোমিংয়ে আউট গোয়িং এসটিডি কলের খরচ প্রতি মিনিটে ২.৪০ টাকা থেকে কমে হচ্ছে ১.৫০ টাকা। জাতীয় স্তরে রোমিংয়ে ইনকামিং কলের খরচের উর্ধসীমা ১.৭৫ টাকা থেকে কমে হবে ৭৫ পয়সা।

রোমিংয়ে থাকার সময় লোকাল এসএমএস-এর খরচ হবে ১ টাকা। এসটিডি এসএমএস-এর জন্য খরচ হবে ১.৫০ টাকা। মোবাইলে এসএমএস আসার ক্ষেত্রে আগের মতোই কোনও মাশুল লাগবে না।
    
নয়া শুল্ক কাঠামোর ফলে ১ জুলাই থেকে একটি নির্দিষ্ট ফি-এর বিনিময়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি দেশজুড়ে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা দিতে পারবে গ্রাহকদের।

বর্তমানে গ্রাহকদের হোমজোনের বাইরে অর্থাৎ রোমিংয়ে থাকার সময় কল ধরা ও কল করার জন্য অতিরিক্ত ফি দিতে হয়।

বাংলাদেশ সময় : ২০০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।