আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় উপনির্বাচনের সরব প্রচার শেষ হল সোমবার বিকাল চারটায়। রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার ।
উপনির্বাচনের প্রচার শেষ হয়েছে প্রায় এক তরফাভাবেই। কোনো জায়গাতেই প্রচারে তেমনভাবে অংশ নেয়নি বিরোধীরা। যেন ভোটের আগেই তারা হার মেনে নিয়েছে।
বুধবার রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৯১ টি আসনে। এর আগে ১৪০ টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪৯ টি আসনে কোন প্রার্থীই দিতে পারেনি কংগ্রেসসহ রাজ্যের বিরোধী দলগুলি।
গ্রাম পঞ্চায়েতের ৮৯ টি আসনের মধ্যে ৩৫ টি আসনে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় সিপিএম।
সিপিএম ভিলেজ কমিটির ৪১টি আসনের মধ্যে ১১টিতে এবং পঞ্চায়েত সমিতির ৭টি আসনের মধ্যে ৩টিতে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে শাসক সিপিএম।
তাদের সন্ত্রাসের মুখেই সারা রাজ্যে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। গ্রামস্তরে যারা বিরোধী দলের প্রার্থী হতে চেয়েছে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। যার কারণে একতরফাভাবেই জিতছে সিপিএম।
সিপিএম রাজ্য নেতৃত্ব অবশ্য বিরোধীদের এই অভিযোগ মেনে নেয়নি। তাদের দাবি বিরোধীরা ছন্নছাড়া। তারা প্রার্থী করার মতো লোক খুঁজে পাচ্ছে না।
এদিন শেষ সময়েও বিভিন্ন এলাকায় সরব প্রচারে ঝড় তোলেন বাম প্রার্থীরা।
যেখানে ঘরোয়া কিছু প্রচার সভা ছাড়া আর বিশেষ কিছুই করেন নি বিরোধী সদস্যরা। এখন সাধারণ মানুষের রায়ের জন্য অপেক্ষা করতে হবে ১৯ জুন পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর; এনএস