কলকাতা : ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন--- জেআরসি’র ৩৮ তম বৈঠক স্থগিত করা হয়েছে। ১৮ ও ১৯ জুন ঢাকায় এ বৈঠক বসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।
সোমবার ১৭ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারতের পানিসম্পদ মন্ত্রী হরিষ রাওয়াতের ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের সেচ ও জলসম্পদমন্ত্রী রাজিব এ বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কারণে তিনি ঢাকার কর্মসূচিতে আগ্রহ দেখান নি।
এদিকে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলের এ বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল।
কেন এ বৈঠক স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। এই বৈঠকে তিস্তা পানি-বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক স্থগিত হওয়ার কারণে এ চুক্তি নিয়ে সংশয়ই রয়ে গেল।
তবে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আলোচনা করে বৈঠকের নতুন দিন নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারিতে তিস্তা চুক্তি সই করার লক্ষ্যে ভারত সফর করেছিলেন। ওই সময়ে চুক্তিটি সই হয়নি। পরে ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় এ চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তা হয়নি।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর