ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মন্ত্রিসভায় রদবদলে অবাক মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, জুন ১৮, ২০১৩
মন্ত্রিসভায় রদবদলে অবাক মমতা

কলকাতা: ইউপিএ-২ সরকারের মন্ত্রিসভা রদবদলকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই প্রসঙ্গের অবতারণা করে ফেসবুকে মন্তব্য করেন, ইউপিএ-২ মন্ত্রিসভার রদবদলের খবর শুনে আমি অবাক হয়েছি।



ফেসবুকের এই পোস্ট-এ  মুখ্যমন্ত্রী গত দুই বছরে ইউপিএ-২এর মন্ত্রিসভার বার বার রদবদলের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি নতুন রেলমন্ত্রী নিয়োগের বিষয়টি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। প্রসঙ্গত উল্লেখ্য দুর্নীতির অভিযোগ আসায় রেলমন্ত্রী পবন বানশাল ইস্তফা দিয়েছিলেন।  

ফেসবুক-এর এই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকার রেলমন্ত্রী পরিবর্তন করার বিষয়টিকেও সামনে এনেছেন। তিনি বলেছেন তৃনমূল কংগ্রেস বেরিয়ে আসার পর কতবার বেল দপ্তরে মন্ত্রী বদল করা হোল?"

এই ফেসবুক বার্তার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে  মনমোহন সিং সরকারকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন "এই মন্ত্রিসভার রদবদল মাধ্যমে সরকার কি বার্তা দিল?"

এদিকে ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শেষ রদবদল সেরে ফেলল কংগ্রেস নেতৃত্ব৷ পূর্ণমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরলেন রাজস্থানের  ৮৪ বছরের সাংসদ শিসরাম ওলা৷ শ্রমমন্ত্রী করা হল তাঁকে।

রাজস্থানের আর এক  সাংসদ গিরিজা ব্যাসকে আবাসন এবং দারিদ্র দূরীকরণ মন্ত্রী করা হল।   কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে ফিরলেন অস্কার ফার্নান্ডেজ।   সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল তাঁকে৷  

অন্ধ্রপ্রদেশ থেকে পাঁচবারের কংগ্রেস সাংসদ কে এস রাওকে বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল৷  কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে এলেন সন্তোষ চৌধুরী৷ পঞ্জাবের এই সাংসদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হল।  

অন্ধ্রপ্রদেশের সাংসদ জে ডি সিলমকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হল। তামিলনাড়ু থেকে রাজ্যসভার সাংসদ এ সুদর্শন নাচিয়াপ্পনকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হল।  

মহারাষ্ট্রের বর্ষীয়ান সাংসদ মানিক রাও গাভিটকে সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হল  নতুন রেলমন্ত্রী হলেন কর্ণাটকের সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তিনি শ্রমমন্ত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৩  
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।