ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর ভারতীয় সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, জুন ১৮, ২০১৩
‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর ভারতীয় সম্পাদক

নয়াদিল্লি: মাত্র ২৯ বছর বয়সে বিখ্যাত ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর সম্পাদক হলেন এক ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক। ব্রিটিশ দৈনিকের ইতিহাসে তিনিই প্রথম অ-শ্বেতকায় সম্পাদক।



কলকাতায় জন্ম ভারতীয় বংশোদ্ভূত এই সাংবাদিকের নাম অমল রাজন।

সোমবার সাবেক সম্পাদক ক্রিশ ব্ল্যাকহার্স্টের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর সম্পাদকীয় পাতার দায়িত্বে ছিলেন রাজন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশুনা করেন তিনি। ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-র আগে ‘ইভনিং স্ট্যান্ডার্ড’ ও ‘চ্যানেল ৫’ এ চাকরি করেছেন অমল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।