ঢাকা: অর্থ সংকটে কারণে বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইআরটি ফের চালু করতে সরকারকে নির্দেশ দিয়েছেন গ্রিসের এক আদালত। তবে ইআরটির পরিবর্তে ছোট পরিসরের নতুন সম্প্রচার মাধ্যম চালু করার যে পরিকল্পনার কথা গ্রিস প্রধানমন্ত্রী অ্যান্থোনিস সামারাস দিয়েছে তাতে সমর্থন দিয়েছে আদালত।
গত সপ্তাহে জোটের কারও সঙ্গে আলোচনা না করে প্রধানমন্ত্রী সামারাস রাষ্ট্রীয় রেডি-টেলিভিশন বন্ধের ঘোষণা দেন। এ ঘোষণার পর গ্রিসজুড়ে বিক্ষোভ শুরু হয়।
সামারাস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধান দল কনজারভেটিভ নিউ ডেমোক্রেসি গত মঙ্গলবার জানায়, ইআরটির মধ্যে চরম অব্যবস্থাপনার বিদ্যমান, স্বচ্ছতার অভাব ও অহেতুক ব্যয় রয়েছে।
ইআরটি বন্ধ করে দেওয়ায় প্রায় দুই হাজার ২০০ জন বেকার হয়ে পড়েন।
মঙ্গলবার গ্রিসের শীর্ষ প্রশাসনিক আদালত দ্য কাউন্সিল অব স্টেট চলতি বছরের শেষে ইআরটির বদলে নতুন একটি সম্প্রচার মাধ্যম স্থাপনের পরিকল্পনাকে সমর্থন দেন। একই সঙ্গে এই মধ্যবর্তী সময়ের জন্য ইআরটি ফের চালু করার ব্যাপারে জোটের অন্যান্য শরিকদের দাবির পক্ষে রায় দেন।
আদালতের এ রায়কে অনেক স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর