ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল আয়োজনবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, জুন ১৮, ২০১৩
ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল আয়োজনবিরোধী বিক্ষোভ

ঢাকা: ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিল। এরমধ্যে দেশটিতে চলছে কনফেডারেশন কাপ।

এতো বড় বড় খেলার আয়োজন করতে ব্রাজিলের সরকারকে ব্যয় করতে হচ্ছে প্রচুর ‍অর্থ। আর এই অর্থের জোগান দেওয়া হচ্ছে যোগাযোগ খরচ ও দ্রব্যমূল্য বাড়িয়ে।

বিশ্বকাপ ফুটবলের আয়োজন দেশের জন্য গর্বের হলেও ব্যয় বৃদ্ধি পাওয়া সরকারবিরোধী আন্দোলনে নেমেছে ব্রাজিলের লাখো মানুষ। ব্রাজিলের ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা হচ্ছে এই বিক্ষোভকে।

রিও ডি জেনেরিওতে হচ্ছে সবচেয়ে বড় বিক্ষোভ। সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভে জড়ো হয়েছে লাখ খানেক মানুষ।

আর রাজধানী ব্রাসিলিয়াও চলছে বিক্ষোভ। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের হালকা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা জাতীয় কংগ্রেস ভবনের নিরাপত্তা বেস্টনি ভেঙ্গে ভবনের ছাঁদে উঠেছে।

২ জুন সাও পাউলোতে বাসের ভাড়া তিন রিয়াল থেকে বাড়িয়ে তিন দশমিক ২ শতাংশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।