ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সার্ন বিজ্ঞানীকে সম্মাননা দেবেন রাষ্ট্রপতি প্রণব

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জুন ১৮, ২০১৩
সার্ন বিজ্ঞানীকে সম্মাননা দেবেন রাষ্ট্রপতি প্রণব

নয়াদিল্লি: ঈশ্বর-কণা নিয়ে সার্নের গবেষণার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত দু’জন বিজ্ঞানীকে ডিএসসি ডিগ্রি প্রদান করবে আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)।

বিজ্ঞানীদের এই সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সার্নের ডিরেক্টর জেনারেল রলফ ডিয়েটার হেউয়ার এবং বাঙালি বিজ্ঞানী বিকাশ সিনহা এই পুরস্কার পাচ্ছেন।

বিকাশ সিনহা ঈশ্বর-কণা নিয়ে সার্নের গবেষণায় দীর্ঘদিন ধরে সহযোগিতা করে চলেছেন। এনআইটি’র রেজিস্ট্রার সমস্ত চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার প্রতিষ্ঠানের পঞ্চম সমাবর্তনে তাদের এই ডিগ্রি প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১৮ জুন, ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।