ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, জুন ১৮, ২০১৩
শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৯

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের একটি শিয়া মসজিদের ভিতরে ও বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলা ঘটেছে।

পুলিশ জানায়, এ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ মুসল্লি নিহত হয়েছে।

আহত হয়েছে ৩০ জনেরও বেশি।
মঙ্গলবার দুপুরে উত্তর বাগদাদের আল-কাহিরা জেলার শিয়া মসজিদের ভিতরে ও বাইরে আত্মঘাতী বোমা দুটি বিষ্ফোরিত হয়।

প্রথম আত্মঘাতী বোমাটি মসজিদ থেকে ১০০ গজ দূরে বিষ্ফোরিত হয়। এর কয়েক মিনিট পরেই মসজিদের ভিতর দ্বিতীয় আত্মঘাতী বোমাটি বিষ্ফোরিত হয়।  

পুলিশ বাহিনির সদস্য ফুরাত ফালেহ জানান, বোমা বিষ্ফোরণের সময় তিনি ঘটনাস্থলের পাশেই ছিলেন। নামাজ আদায়ের পর যখন মুসল্লিরা একত্র হচ্ছিলেন তখনই আত্মঘাতী বোমা হামলাকারী  বিষ্ফোরণ ঘটায়।

এ আক্রমণ প্রমাণ করে ইরাকে আবার সুন্নি-শিয়া দ্বন্ব চরম পর্যায়ের দিকে যাচ্ছে। সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে বেড় চলেছে সাম্প্রদায়িক সংঘাত।

ইরাকের পাশের দেশ সিরিয়াতে চলছে গৃহযুদ্ধ। সিরিয়ার গৃহযুদ্ধে শিয়া ও সুন্নিদের বিপরীত অবস্থান এ সাম্প্রদায়িক সংঘাতের মাত্রাকে ত্বরান্বিত করেছে।

গত রবিবার দক্ষিণ ইরাকে শিয়া মুসলমানদের লক্ষ্য করে ঘটানো একটি ধারাবাহিক গাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী গত মে মাসে ইরাকে এ ধরনের জঙ্গি আক্রমণে ১০০০ এর বেশি মানুষ নিহত হয়েছে।

ইরাকে এ বছরের শুরু থেকেই সুন্নি ও শিয়া সম্প্রদায়ের ভিতরে এ ধরনের সহিংসতা বেড়ে চলেছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।