ঢাকা: নিয়ম ভেঙে সামাজিক যোগাযোগের মাধ্যম সংশ্লিষ্ট শব্দ ‘টুইট’কে সংযুক্ত করেছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (ওইডি)।
অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হতে হলে সেই শব্দকে কমপক্ষে এক দশক ব্যবহৃত হতে হয়।
আন্তর্জাতিক মানসম্পন্ন এ অভিধানে টুইটের অর্থ বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করা। ‘নিয়মিত বা অভ্যাসগতভাবে টুইটার ব্যবহার করা’কেও টুইটটের অর্থ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিধানের প্রধান সম্পাদক ও শব্দকোষ-সংকলক জন সিস্পোসন বলেন, “টুইটের (সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের ভিত্তিতে ) বিশেষ্য ও ক্রিয়া ওইডিতে সংযুক্ত করা হয়েছে। ”
টুইট সম্পর্কে তিনি বলেন, “এটি ওইডির কমপক্ষে একটি নিয়ম ভেঙ্গেছে যা হল অন্তর্ভুক্ত হওয়ার আগে একটি নতুন শব্দকে কমপক্ষে ১০ বছর প্রচলিত থাকতে হয়। ”
অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ জানিয়েছে, টুইটার চালু হওয়ার এক বছর পর ২০০৭ সালে টুইট শব্দটি চালু হয়।
টুইট ছাড়াও Flash mob, live blog, mani-pedi, geekery and jolly hickey sticks ইত্যাদি নতুন শব্দ যোগ হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে।
অক্সফোর্ডে ইংলিশ ডিকশনারিতে ১৮৯৫ সালে প্রথম শব্দটি অন্তর্ভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com