ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মাথায় বুলেট নিয়ে খেললেন সারাটা সময়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, জুন ১৯, ২০১৩
মাথায় বুলেট নিয়ে খেললেন সারাটা সময়!

ঢাকা: মাথায় বুলেট বিদ্ধ অবস্থায় ফুটবল খেললেন পুরো ৯০ মিনিট। পরে মাথায় যন্ত্রণা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হলো।



এরপরই টের পাওয়া গেল, তার মাথায় গুলি লেগেছে। কিন্তু তিনি তখনও দিব্যি বেঁচে আছেন।  

সোমবার বসনিয়ায় ঘটনাটি ঘটেছে।

ব্লিচার রিপোর্ট নামে একটি নিউজ পোর্টাল জানায়, বসনিয়ার এক শহরে ফুটবল খেলায় ডাসকো ক্রাটলিকা নামে ৫১ বছর বয়েসী এক ব্যক্তি গোলকিপারের দায়িত্ব পালন করছিলেন।

তিনি পুরো খেলাটাই চালিয়ে যান। এর মধ্যে একটি গোল হয়েছে। পরে খেলা শেষে তিনি আর কথা বলতে পারছিলেন না, মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করায়।

তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এরপরই চিকিৎসক জানতে পারেন যে, ডাসকোর মাথার খুলির ভেতরে নাইন এমএম পিস্তলের একটি গুলি বিদ্ধ হয়েছে।

পরে ঘটনার রহস্য উদঘাটিত হয়। জানা যায়, যেখানে খেলা চলছিল, তার পাশেই বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য সিনে লিগাটা নামে ৪২ বছর বয়েসী একব্যক্তি ফাঁকা গুলি ছুড়েছিলেন।  

আর তার ছোড়া গুলিরই একটি গুলি ডাসকো ক্রাটলিকার মাথায় বিদ্ধ হয়। ওই সময় ডাসকো মাঠে ছোটদের ফুটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছিলেন।

এ ঘটনার পর সিনে লিগাটাকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে তার ব্যবহৃত পিস্তলটিও জব্দ করা হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে ১২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

তবে ডাসকো এখনো জীবিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।