ঢাকা: চীনের টেলিকম কোম্পানি হুআই স্মার্টফোনের জগতে বিপ্লব এনেছে। এ যাবত কালের সবচেয়ে স্লিম বা হালকা স্মার্ট ফোন বাজারে এনেছে ফোন প্রস্তুতকারী এ কোম্পানি।
সম্প্রতি অ্যাসেন্ড পি-৬ নামে নতুন এই স্মার্টফোনটি লন্ডনের একটি ইভেন্টে তোলা হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যম জিনিউজ জানায়, ফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু, ওজন মাত্র ২০ গ্রাম। ৪.৭ ইঞ্চির টাচস্ক্রিন আর দুটো ক্যামেরাযুক্ত এই ফোন উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।
অ্যাপেল-স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীর বাজার দখল করার উদ্দেশ্যেই হুআই নতুন ফোনসেটটি বাজারে নিয়ে এসেছে।
স্টাইল ও প্রযুক্তিতে অগ্রসরমান এই ফোনসেটটির দাম পড়বে ৬০০ ইউএস ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা।
জুলাই নাগাদ বিশ্বের ১৯টি দেশে অ্যাসেন্ড পি-৬ সেটটি পাওয়া যাবে। পরবর্তীতে বাংলাদেশসহ আরো ১শ দেশের বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর