নয়াদিল্লি: উত্তর ভারতে বন্যায় মৃতের সংখ্যা ১৩০ জন ছাড়িয়ে গেছে। এখনও আটকা পড়ে আছেন ১ হাজার ৭০০ জন বাঙালি।
এদিকে সময় যত গড়িয়ে চলেছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তর ভারতের বন্যা পরিস্থিতি। বৃষ্টি, ধস ও হড়কা বাণে ন্যূনতম ১৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ডেই প্রাণ হারিয়েছেন ১০২ জন।
এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাখাণ্ডের রুদ্রপয়াগ। সেখানে প্রায় ৭৩টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে।
হড়কা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথের মন্দির। এ পর্যন্ত কেদার নাথ থেকে উদ্ধার করা হয়েছে পঞ্চাশটিরও বেশি মৃতদেহ। খোঁজ মেলেনি ৫০০ জনের।
ভারতীয় সেনাবাহিনীর পাঁচ হাজার জওয়ান উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়াও কাজ করছে ১২টি হেলিকপ্টার।
উত্তরাখণ্ডে মোট ৬ হাজার মানুষ আটকে পড়েছে। যাদের মধ্যে আছেন ১ হাজার ৭০০ জন বাঙালি। এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
হিমাচলপ্রদেশেও ধসে আটকে পড়েছেন বহু পর্যটক। টানা বৃষ্টিতে বেড়ে গেছে উত্তর প্রদেশের বিভিন্ন নদীর পানি। গঙ্গা ও যমুনা নদীর পানি বাড়ায় রাজ্যের বহু মানুষ এখন ঘরছাড়া।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে হরিয়ানার জনজীবন। এখনও বন্যায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে আটকা পড়েছে পশ্চিমবঙ্গের বহু পর্যটক।
বাংলাদেশ সময় ১৮৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর/ সাব্বিন হাসান- eic@banglanews24.com